আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

৬ দিন আগে
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার শিশু সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। তিনি শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসার কাজের স্বীকৃতিস্বরূপ তাকে মনোনীত করেছে নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান কিডসরাইটস ফাউন্ডেশন।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

 

সুদীপ্ত দেবনাথ জানান, গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু নির্যাতন ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইনের মাধ্যমে সচেতনতা গড়ে তুলেছেন। তার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।

 

সুদীপ্ত অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন, যেখানে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: সারাদিন নিখোঁজের পর সন্ধ্যায় গহীন জঙ্গলে মিলল শিশু হুজাইফার মরদেহ

 

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ জানান, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে তিনি অনুপ্রোনীত হয়েছেন, এটি তার জন্য অনেক বড় অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চান তিনি।

 

সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। তিনি সাতক্ষীরা শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির একমাত্র সন্তান।

 

তার বাবা-মা আর এলাকাবাসীও উচ্ছ্বসিত আন্তর্জাতিক ভাবে মনোনীত হওয়ায়।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে যে বার্তা দিলেন তারেক রহমান

 

আর সহকর্মীরা তার নানামুখী সামাজিক কর্মকান্ড তুলে ধরে জানিয়েছেন অভিনন্দন।

]]>
সম্পূর্ণ পড়ুন