আন্তর্জাতিক মানের নাবিক তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে: কমোডর আরিফ

২ সপ্তাহ আগে
বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, আন্তর্জাতিক মানের নাবিক তৈরির লক্ষ্যে কাজ করছে নৌপরিবহন মন্ত্রণালয়। এমন দক্ষ নাবিক তৈরি করা হলে দেশের সুনাম বিদেশের মাটিতে দ্রুত ছড়িয়ে পড়বে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় অবস্থিত শিপ পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউটের (এসপিটিআই) কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘দেশি-বিদেশি জাহাজে কর্মসংস্থানের লক্ষ্যে মাদারীপুরের ৪০ জন ও বরিশালের ৩০ নাবিকের প্রশিক্ষণ ও সনদ দেয়া হয়েছে। প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকরির সুযোগ পাবে। প্রশিক্ষণ নেয়ার ফলে একদিকে দেশের নৌ দুর্ঘটনা কমে আসছে। অন্যদিকে বিদেশি জাহাজে নাবিকরা দায়িত্ব পালন করে দেশের রেমিট্যান্স খাতে অবদান রাখছে। এখন পর্যন্ত মাদারীপুর থেকে ৮৪২১ জন ও বরিশাল থেকে ৫৬৪১ জন আধুনিক প্রশিক্ষণ নিয়ে দেশি-বিদেশি জাহাজে চাকরি করছে।  বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিনা খরচে এক বছরের নাবিকের কোর্সে বিভিন্ন জেলার শিক্ষার্থীদের ভর্তি, প্রশিক্ষণ, আবাসিক স্থান ও খাবারের ব্যবস্থা থাকায় ভর্তির আগ্রহ বাড়ছে।’

আরও পড়ুন: কাটবে নিষেধাজ্ঞা, যথাসময়েই হবে ইজতেমা: স্বরাষ্ট্র উপদেষ্টা


এ সময় বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মাদারীপুরের শিপ পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউটের (এসপিটিআই) অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন, বরিশালের ডেক পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউটের (ডিপিটিআই) অধ্যক্ষ ক্যাপ্টেন জিএএম আলী রেজা ও অনুষ্ঠানে দুই জেলার প্রশিক্ষণ নেয়া তরুণ, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন