বৃহস্পতিবার (৮ মে) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
ট্রাইব্যুনাল ২- এর বাকি দুই সদস্য হলেন: অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান ও সদস্যরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান
এছাড়া প্রজ্ঞাপনে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ট্রাইব্যুনাল-১ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিন সন্ধ্যায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবেই জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
আরও পড়ুন: দল হিসেবে আ.লীগের বিচার হবেই, ট্রাইব্যুনাল-২ গঠিত হচ্ছে: মাহফুজ
এতে তিনি লিখেন, দল হিসেবে লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে। ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইবুনাল-২ গঠিত হচ্ছে।
]]>