কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী উম্মে সাইরা তানসি স্বর্ণপদক, বৃন্তি দেবী দুষ্টু রৌপ্যপদক এবং সারমিন আক্তার ব্রোঞ্জপদক জয় করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস সৃষ্টি করেছেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটিএফ প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার চোই জং হোয়া। এতে আরও ৯ দেশের প্রেসিডেন্ট ও কোচ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল অস্ট্রেলিয়া, কিরগিজস্তান, নেপাল, মালয়েশিয়া, রাশিয়ান ফেডারেশন, বাংলাদেশ ও পোল্যান্ডসহ কয়েকটি দেশ।
আরও পড়ুন: মেহেরপুর জেলা বিএনপির নতুন সভাপতি মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের এ অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, ‘আমাদের মেয়েরা প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব। এই অর্জন শুধু চট্টগ্রামের নয়, বরং সমগ্র বাংলাদেশের গৌরব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’
]]>