বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রংপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্যাব আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ভয়াল গ্রাস থেকে গণতন্ত্রমনা কোনো মানুষই রেহাই পায়নি। কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অবৈধ ক্ষমতা, ব্যাংক ডাকাতির ক্ষমতা এবং চিরদিন ক্ষমতা ধরে রাখতে জুলাই আন্দোলনে বাচ্চাদের রক্ত ঝরাতে দ্বিধা করেনি শেখ হাসিনা সরকার।’
জুলাই আন্দোলনে আবু সাঈদসহ শহীদদের শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা বিগত ১৬ বছর গুম হয়েছে, খুন হয়েছে, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে, লাখ লাখ মামলায় লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছে, তারপরও আত্মসমর্পণ করেনি। এরশাদের মতো সকালে এক কথা বিকেলে আরেক কথার দ্বিচারিতা বিএনপি করেনি বলেই আজকের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির কোটি কোটি সমর্থক সারা বাংলাদেশে।’
আরও পড়ুন: ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: রিজভী
ড্যাবের মহানগর আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা.খালেকুজ্জামান বাদল, রংপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শরীফুল ইসলাম ছাড়াও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।