নতুন এক ইতিহাস রচিত হলো ব্রাজিলিয়ান ফুটবলে। সত্যি হলো গুঞ্জন, ডন কার্লোই দায়িত্ব নিচ্ছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের। সেলেসাও ফুটবল ইতিহাসে আনচেলত্তিই হতে চলেছেন প্রথম বিদেশি কোচ। ইতালিয়ান মাস্টারমাইন্ডকে পেয়ে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
সংস্থাটির সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেন, ‘এমন ঘোষণা দিতে পারা আসলেই গর্বের বিষয়। ফুটবল জগতের সেরা দলের দায়িত্ব এখন বিশ্বের সেরা কোচ কার্লো আনচেলত্তি নেবেন। তিনি বিশ্বকাপ বাছাইপর্ব ও আগামী ওয়ার্ল্ডকাপে ব্রাজিল দলকে পরিচালনা করবেন। তার মানসিকতা দৃঢ়। তিনি ফুটবল ইতিহাসের একমাত্র কোচ যিনি ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ইউরোপের সেরা ৫টি লিগে কাজ করেছেন। এ মৌসুম দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেবেন আনচেলত্তি।’
আরও পড়ুন: নেইমারকে আনচেলত্তির ভিডিও কল, যাদেরকে দলে ফেরাচ্ছেন
ইতালিয়ান এই মাস্টারমাইন্ডকে পেতে লম্বা সময় চেষ্টা চালিয়েছে সিবিএফ। তবে তাতে সাড়া দেননি আনচেলত্তি। তবে সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে হারে দরিভাল জুনিয়রের চাকরি হারানোর পর জোরালো হয় আনচেলত্তির ব্রাজিলের দায়িত্ব নেয়ার গুঞ্জন। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর স্প্যানিশ ক্লাবটিতে বিদায়ী ঘণ্টা বাজে আনচেলত্তির। সেই সুযোগটাই কাজে লাগায় সিবিএফ।
২৫ মে রিয়াল মাদ্রিদের হয়ে শেষবারের মতো ডাগ আউটে দেখা যাবে ডন কার্লোকে। এরপরই প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়েই হেক্সা মিশন শুরু করবেন ক্লাব ফুটবলের সবচেয়ে সফল কোচ।
রদ্রিগেজ বলেন, ‘আমাদের নতুন কোচ আনচেলত্তি খুব শিগগিরই তার দায়িত্ব বুঝে নেবেন। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করবেন। আমি নিশ্চিত এটা আমাদের হেক্সা জয়ের প্রথম পদক্ষেপ হতে যাচ্ছে। আমি ভক্তদের ধৈর্য ও আগ্রহের জন্য ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন: ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি কত আয় করবেন?
রিয়ালে শেষটা সুখকর না হলেও ইতালিয়ান মাস্টারমাইন্ডের ছোঁয়ায় সুদিন ফেরানোর আশায় ব্রাজিল।
]]>