আধা-ঘণ্টার মধ্যেই শেষ বাংলাদেশ-হংকং ম্যাচের টিকেট!

৩ দিন আগে
বাংলাদেশের মানুষের কাছে ফুটবল যে কতটা প্রিয়, তা বোধহয় নতুন করে বলার প্রয়োজন পড়ে না। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী লাল-সবুজের ডেরায় যোগ দেওয়ার পর দেশের ফুটবলে নতুন করে শুরু হয়েছে জোয়ার। বাংলাদেশের ম্যাচ হলেই এখন হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। যে-কোনো মূল্যেই হোক না কেন, একটা টিকেট চাই-ই চাই। তাইতো বাংলাদেশ-হংকং ম্যাচের টিকেট ছাড়ার সঙ্গে সঙ্গে আধা-ঘণ্টার আগেই সব শেষ হয়ে গেলো।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৯ অক্টোবর হংকংকের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে। সবশেষ গত জুনে এই স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে হামজা-শমিতদের খেলা দেখতে এসেছিলেন হাজার হাজার দর্শক। টিকেট পেতেও বেশ বেগ পেতে হয়েছিল। 

 

তবে হংকং ম্যাচ সামনে রেখে টিকেট কাটতে তেমন একটা অসুবিধার খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। রোববার (২৮ সেপ্টেম্বর) অনলাইনে টিকেট ছাড়ার সঙ্গে সঙ্গে মাত্র ২৪ মিনিটের মধ্যেই তা সোল্ড আউট হয়ে যায়। বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল এ ব্যাপারে নিশ্চিত করেছেন। 

 

আরও পড়ুন: শহর অনিরাপদ মনে হলে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের হুঁশিয়ারি ট্রাম্পের

 

রোববার (২৮ সেপ্টেম্বর) বাফুফে ভবনে টিকিট বিক্রি নিয়ে কথা বলেন তিনি। আগের ম্যাচে টিকিট বিক্রি হতে কিছুটা সময় লেগেছিল। তবে এবার ঘোষণা দেওয়ার পরই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় টিকিট। তাজওয়ার বলেন, ‘সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস দুই জায়গা মিলিয়ে প্রায় ১৯ হাজার টিকেট বিক্রি হয়েছে। সময় লেগেছে সর্বোচ্চ ২৬ মিনিট বা প্রায় আধা ঘণ্টা।’ 

 

প্রশ্ন উঠেছিল এভাবে দ্রুত টিকিট বিক্রি হওয়ায় কালোবাজারি বা অন্য কোনো শঙ্কা আছে কিনা? জবাবে তাজওয়ার বলেন, ‘এটা শতভাগ খুশির খবর। টিকেট খুবই স্মুথলি বিক্রি হয়েছে।’ 

 

আরও পড়ুন: মেসিদের রুখে দিলো টরন্টো

 

সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচে টিকেট ‘সোল্ড আউট’ হলেও গ্যালারিতে কিছু ফাঁকা আসন দেখা গিয়েছিল। এবারও তেমন আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাজওয়ার বলেন, ‘সেদিন খেলার এক ঘণ্টা আগে গেট বন্ধ করে দিয়েছিলাম আমরা। এবারও তাই করব। কোনো দর্শক যদি সেই সময়ের মধ্যে প্রবেশ না করতে পারে, তাহলে আসন ফাঁকা থাকতে পারে।’ 

 

সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশ থেকেও অনেক টিকেট বিক্রি হয়েছিল। হংকংয়ের বিপক্ষেও জার্মানি থেকে উল্লেখযোগ্যসংখ্যক টিকেট কেনা হয়েছে বলে জানান তাজওয়ার।

]]>
সম্পূর্ণ পড়ুন