বুধবার (১১ ডিসেম্বর) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৫৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৮১ দশমিক ৪২ পয়েন্টে ও ১ হাজার ১৫৫ দশমিক ৮৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৮ দশমিক ৪০ পয়েন্টে।
আরও পড়ুন: বেক্সিমকোর তিন কোম্পানিতে বিশেষ নীরিক্ষা চালাবে বিএসইসি
এ সময় ডিএসইতে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির কোম্পানির শেয়ারের, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ৬২ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৪১ দশমিক ৪১ পয়েন্টে ও ৯৩৭ দশমিক ৩৪ পয়েন্টে।
আরও পড়ুন: বিডি ফাইন্যান্সের শেয়ারে কারসাজি: ৭০ কোটি টাকা জরিমানা
এছাড়া সিএসসিএক্স সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৭৮৭ দশমিক ৪৩ পয়েন্টে ও ১ হাজার ৯৬ দশমিক ১৫ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ২০ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১১ হাজার ৮৮৬ দশমিক ২৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৫০ লাখ ৬২ হাজার টাকার।
লেনদেন হওয়া ৪০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।
]]>