আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৩৩ কোটি, সূচক বাড়ল ৩০ পয়েন্ট

৩ সপ্তাহ আগে
সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩৩ কোটি টাকা।

রোববার (১৫ ডিসেম্বর) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১১ পয়েন্ট।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ

 

ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ দশমিক ১৩ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৩৫ দশমিক ৫৭ পয়েন্টে ও ১ হাজার ১৪৪ দশমিক ১৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৯ দশমিক ৪৩ পয়েন্টে। 

 

আরও পড়ুন: সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার

 

এ সময় ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৫টির কোম্পানির শেয়ারের, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি।

 

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ১৭ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৩১৫ দশমিক ১৭ পয়েন্টে ও ৯২৬ দশমিক ১৬ পয়েন্টে।

 

আরও পড়ুন: ডিএসইর বাজার মূলধন হারাল আরও ১১ হাজার ২০৮ কোটি টাকা

 

এছাড়া সিএসসিএক্স সূচক ৬ দশমিক ৮৩ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৭০৮ দশমিক ৮৩ পয়েন্টে ও ১ হাজার ৮৪ দশমিক ৮১ পয়েন্টে। 

 

এ সময় লেনদেন হয়েছে ২৮ লাখ ১৭ হাজার টাকার।

 

লেনদেন হওয়া ২৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টি কোম্পানি শেয়ারের, কমেছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

]]>
সম্পূর্ণ পড়ুন