রোববার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার রতনপুর বারোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুল হক ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলার কালাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আদ্রা দক্ষিণ ইউনিয়নের শাকতলী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: মুরগি চুরি নিয়ে বিরোধ, বাড়ি ফেরার পথে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলায় নিয়মিত হাজিরা দিতে কুমিল্লা যাচ্ছিলেন তিনি। পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আদেল আকবর জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·