রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ‘ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক-এর নির্ধারিত মামলার শুনানি কভার করতে আসা সময় টিভি’র দায়িত্বশীল সাংবাদিক আসিফ হোসাইন সিয়ামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক, উদ্বেগজনক এবং নিন্দনীয়। সংবাদকর্মীরা ন্যায় ও সত্য অনুসন্ধানের জন্য কাজ করেন; তাদের ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা করে স্বাধীন সাংবাদিকতা ও পরমতসহিষ্ণুতার পরিবেশকে স্তব্ধ করার চেষ্টা চলছে। এটি কেবল ন্যায়ের পথে বাধা নয়, বরং সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যও বড় হুমকি। সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু আসিফ মুহাম্মাদ সিয়াম-এর ওপর প্রকাশ্যে নৃশংস হামলা প্রমাণ করে দেশে আইনের শাসন চরমভাবে ভঙ্গুর হয়ে পড়েছে।’
আরও পড়ুন: ঢাকার আদালতে বিচারকের সামনে সাংবাদিককে মারধর
মাওলানা আতাউল্লাহ আমিন অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘দায়ীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আহত সাংবাদিকের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জরুরি দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার পক্ষে এবং গণমাধ্যমকর্মীদের ন্যায্য দাবি-আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এসেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।’