আদালতে শুনানির সময় আইনজীবীর মৃত্যু

৪ সপ্তাহ আগে
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলার শুনানিকালে আব্দুল মান্নান খান মঈন (৪৫) নামে এক আইনজীবী মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলার শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

মৃত আইনজীবীর নাম আব্দুল মান্নান খান মঈন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাজনাখোলা গ্রামের বাসিন্দা ছিলেন। ২০১০ সাল থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে কর্মরত ছিলেন।


চাঁদপুরের পাবলিক প্রসিকিউটর কূহিনুর বেগম জানান, শুনানির সময় দাঁড়িয়েছিলেন মঈন। হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে অন্য আইনজীবীরা তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, উচ্চ রক্তচাপজনিত কারণে মঈন হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন। সম্ভবত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আরও পড়ুন: আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণসহ ৩৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র


এ ঘটনায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতিসহ পুরো আদালত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 


সমিতির সভাপতি জহিরউদ্দিন বাবর বলেন, আব্দুল মান্নান খান মঈন একজন সৎ, নিরলস ও মানবিক আইনজীবী ছিলেন। তার হঠাৎ মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

]]>
সম্পূর্ণ পড়ুন