রোববার আফতাব উদ্দিন সরকারকে রংপুর জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয়। পুলিশের কঠোর নিরাপত্তা উপেক্ষা করে উত্তেজিত জনতা তার ওপর চড়াও হয়। এ সময় তার ওপর জুতা ও মাটি নিক্ষেপ করা হয়।
এর আগে গত ৫ মার্চ রাতে রংপুরের একটি হত্যা মামলায় রংপুর নগরীর নিউ সেন-পাড়া এলাকা থেকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুন: সাবেক এমপি কেরামত আলী গ্রেফতার
২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের মামলায় এবং যুবদল নেতা মাসুদ বিন আমিন সুমনের দায়ের করা চাঁদাবাজি মামলায় রংপুর জেলা কারাগার থেকে তাকে নীলফামারী আদালতে আনা হয়।
আরও পড়ুন: ৯ বছর পর নিজ এলাকায় ঈদ জামাতে বিএনপির সাবেক এমপি মিল্লাত
পাবলিক প্রসিকিউটর (পিপি) আল মাসুদ চৌধুরী বলেন, আফতাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডোমারের দুটি মামলায় তদন্ত কর্মকর্তা নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে তাকে শোন অ্যারেস্টের জন্য আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন। আবেদন মঞ্জুরের কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
]]>