আর জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট নিয়ে না ভেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা ক্রিকেট খেলার পরামর্শ ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন সামি। মিরপুরে শনিবার (১৮ অক্টোবর) ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাজে সময়টা কাটাচ্ছে টিম বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে যাচ্ছে তাই অবস্থা। মাঠের বাইরেও শুনতে হচ্ছে কড়া সমালোচনা। সমর্থকরাতো বিমানবন্দরে দুয়োধ্বনি দিয়েছে ক্রিকেটারদের। সামলোচনার চাপে পিষ্ট হলেও, থেমে থাকার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
সমালোচনা থাকলেও, মাঠের লড়াইটা করতে হবে ক্রিকেটারদেরই। তাই কোচের পরামর্শ ব্যর্থতা ভুলে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করার। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের ট্রল নিয়েও সোচ্চার টাইগারদের হেড কোচ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খারাপ করলে সমালোচনা হবেই। সামাজিকমাধ্যমে ক্রিকেটারদের ব্যক্তিগত ব্যাপার। তবে সেখানে এতো কিছু লেখার পক্ষে নই আমি। কিন্তু জাকের কে নিয়ে যেভাবে ট্রল করা হয় তা খুবই ভয়ঙ্কর। বর্ণবাদী আচরণ, সেটা যেখান থেকেই করা হোক তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
আরও পড়ুন: দীর্ঘ ১৬ বছর পর বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট
ব্যাটিংয়ে টাইগারদের হতশ্রী পারফরম্যান্স চিন্তার কারণ বাংলাদেশ শিবিরে। অনুশীলনে ভুল শুধরানোর খুব বেশি সময় নেই। কারণ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একদিনই সুযোগ হলো অনুশীলনের। টাইগারদের হেড কোচের মতে, যতটা না সক্ষমতায় তার চেয়ে বেশি মানসিকতায়।
তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমরা খারাপ খেলেছি। তবে দল হিসেবে এতটা খারাপ নই। এই বিষয়টি দ্রুত অনুধাবন করতে হবে ক্রিকেটারদের। শুধু লেগ স্পিনারদের বিপক্ষে আমরা খারাপ খেলি বিষয়টা এমনও না। কারণ হাসারাঙ্গাকে ঠিকই ভালোভাবে মোকাবিলা করেছি। মানসিকভাবে ক্রিকেটারদের আরও সক্ষম হতে হবে। আমাদের কন্ডিশনে আশা করি ভালো ফলাফল আসবে।’
আরও পড়ুন: পাত্তাই পেলো না বাংলাদেশ, ১০ উইকেটের জয়ে সেমিতে অস্ট্রেলিয়া
মিরপুরের রহস্যময় উইকেট বেশ সমাদৃত ক্রিকেট বিশ্বে। ক্যারিবিয়ানদের হেড কোচ ড্যারেন সামির কাছে আরও বেশি চেনা। লম্বা সময় বাংলাদেশে খেলার অভিজ্ঞতা তার। অনুশীলনের ফাঁকে উইকেট দেখে কিছুটা অবাক স্যামি। এমন উইকেট না কি দেখেননি কখনো।
ক্যারিবীয় কোচ বলেন, ‘উইকেট নিয়ে বেশি কিছু বলতে চাই না। এমন উইকেট আগে দেখিনি। আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করব। আমাদের সামনে বিশ্বকাপের মূল পর্বে খেলার সমীকরণ। আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই।’
দুই দলের সবশেষ ওয়ানডে সাক্ষাতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
]]>
 ১ সপ্তাহে আগে
                        ৪
                        ১ সপ্তাহে আগে
                        ৪
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·