বইটির মূল আলোচনায় কার্যনির্বাহী সদস্য শাকিল হোসেন বলেন, দক্ষিণ আমেরিকার বাস্তবতা কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে ১৯৫১ সালে আর্জেন্টিনার তরুণ মেডিকেল ছাত্র এরনেস্তো ‘চে’ গুয়েভারা তাঁর ঘনিষ্ঠ বন্ধু আলবার্তো গ্রানাদোকে সঙ্গে নিয়ে একটি পুরোনো মোটরসাইকেলে দীর্ঘ ভ্রমণে বের হন। ‘লা পদেরোসা’ নামের মোটরসাইকেলটি নিয়ে দুই বন্ধু আর্জেন্টিনা থেকে চিলি, পেরু, কলম্বিয়া হয়ে ভেনেজুয়েলা পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন। ভ্রমণের প্রতিটি ধাপে তাঁরা দেখেন লাতিন আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দারিদ্র্য, বেকারত্ব, শোষণ ও সামাজিক বৈষম্যের কঠোর বাস্তবতা।