সোমবার (৪ আগস্ট) দিনগত রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে এনসিপির নেতাকর্মীরা ২৪টি আতশবাজি ফুটিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে ২০২৪ সালের বিজয়ের প্রথম বার্ষিকী উদযাপন করেন। এ সময় আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠে রাতের আকাশ।
আতশবাজি প্রদর্শনের পাশাপাশি এনসিপি নেতাকর্মীরা ‘শেখ হাসিনা পালাইছে’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। পাশাপাশি তারা ‘গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন’ বলেও জানান নেতারা।
আরও পড়ুন: ইয়ামিন হত্যা: সাবেক এএসআই মোহাম্মদ আলী রূপগঞ্জ থেকে গ্রেফতার
এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘৫ আগস্টের প্রথম প্রহরে অভ্যুত্থানের শহীদদের স্মরণে ২৪টি আতশবাজি ফুটিয়ে আমরা বিজয় উদযাপন শুরু করেছি। গত বছর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। সেই স্বৈরাচার পতনের অর্জন দেশের প্রতিটি মানুষের।’
তিনি আরও বলেন, ‘এ বিজয় যেন অপূর্ণ না থাকে, সেজন্য আগামীতে দেশের অপ্রাপ্তিগুলোকে প্রাপ্তিতে রূপান্তর করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বর্ষপূর্তি উদযাপনের সময় এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
]]>