বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এক বিবৃতিতে, এই আটকের ঘটনাকে সামুদ্রিক নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি বলে বর্ণনা করা হয়।
আরও পড়ুন:ত্রাণবহর ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালির প্রধানমন্ত্রী
বিবৃতিতে, এ ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানানো হয়।
এতে আরও বলা হয়, মন্ত্রণালয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কাতারের আহ্বান আবারও তুলে ধরছে যে, তারা যেন ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের অব্যাহত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালন করে।
এছাড়া গাজা উপত্যকার সকল অঞ্চলে নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং টেকসই মানবিক সাহায্য পৌঁছে দেয়ার গুরুত্বের উপর মন্ত্রণালয় আরও জোর দেয় বলে জানানো হয়।
আরও পড়ুন:ত্রাণবহর ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালির প্রধানমন্ত্রী
এর আগে ফিলিস্তিনিদের জন্য ত্রাণের বহর নিয়ে গাজার উদ্দেশে রওয়ানা হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তবে বুধবার রাতে নৌযানে হামলা চালায় ইসরাইল। প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক কর্মীকে আটক করা হয়। যা বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।
]]>