বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা সীমান্ত দিয়ে এ চারজনকে দেশে ফেরানো হয়।
আটকরা হলেন: মাধবপুর উপজেলার গন্ধর্ভপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে আকাশ মিয়া, তার স্ত্রী সাথী আক্তার, তাদের ১৮ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার ও একই গ্রামের ফরাস উদ্দিনের ছেলে আল আমিন।
বৃহস্পতিবার উপজেলার হরিণখোলা সীমান্ত দিয়ে এক মানবপাচারকারীর মাধ্যমে ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। পরে দুপুর ২টায় ১০৪ ব্যাটালিয়ন বিএসএফের সিধাই ক্যাম্প ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার পর্যায়ে হরিণখোলা সীমান্তে পতাকা বৈঠক হয়। এর মধ্য দিয়ে এ চারজনকে ফিরিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ওয়াসিমকে ফেরত দিলো বিএসএফ
বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন জানান, মামলা দায়েরের পর আটকদের মাধবপুর থানায় হস্তান্তর করা হবে।