আজীবন ক্ষমতায় থাকতে ইরানে হামলা নেতানিয়াহুর: বিল ক্লিনটন

১ সপ্তাহে আগে
ইরানে ইসরাইলের চলমান সামরিক আগ্রাসন নিয়ে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকতেই ইরানে হামলা চালাচ্ছেন।

নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানি কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মধ্যে গত সপ্তাহে বিনা উসকানিতে ইরানে সামরিক আগ্রাসন শুরু করেন নেতানিয়াহু। সেই আগ্রাসন শনিবার (২১ জুন) দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।

 

ইরানে ইসরাইলের হামলা শুরু হলে সম্প্রতি মার্কিন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শো-তে এক সাক্ষাৎকার দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। 

 

সেখানে তিনি বলেন, ‘নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ তিনি মনে করেন, এর মাধ্যমে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশিরভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন।

 

আরও পড়ুন: ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ‘ভুল’: ট্রাম্প

 

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তিনি যেন ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতনিরসনে ভূমিকা রাখেন এবং দুই দেশের নাগরিকদের লাগাতার হত্যাকাণ্ড বন্ধ করেন।

 

ক্লিনটন বলেন, ‘আমার মনে হয়, আমাদের উচিত এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন।’ ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন না, নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান।

 

ক্লিনটন যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সংযমের পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সুরক্ষা দেয়ার চেষ্টা করব।’

 

আরও পড়ুন: ইরানে হামলার সিদ্ধান্ত নিতে ট্রাম্পের দুই সপ্তাহ বিলম্বে অনিশ্চয়তায় ইসরাইল!

]]>
সম্পূর্ণ পড়ুন