শনিবার (৪ জানুয়ারি) বেলা ৩টা পর্যন্ত প্রায় ৩০০ জিডি হয়েছে যশোর কোতয়ালী মডেল থানায়। জিডির সংখ্যা কয়েক হাজারে পৌঁছবে বলে ধারণা করছে পুলিশ।
এর আগে যশোর শহরতলী পুলের হাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনের মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত এ মাহফিলের শেষ দিন ছিলো শুক্রবার। এদিন রাতে বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজাহারী।
আরও পড়ুন: জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে ২০ গুণ উন্নতি সম্ভব: আজহারী
আজহারী আসার খবরে মুসল্লিদের ঢল নামে মাহফিলে। রাত সাড়ে ১১টার পর মাহফিল শেষ হলে মোবাইল, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার খবর আসতে থাকে। হারিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত পাওয়ার আশায় ক্ষতিগ্রস্তরা স্মরণাপন্ন হন থানায়।
যশোর কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার বলেন, ‘শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে। আজ সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে।’ জিডির সংখ্যা কয়েক হাজারে পৌঁছবে বলে ধারণা করেন তিনি।
]]>