বৈঠক শেষে সাংবাদিকদের সসেঙ্গ আলাপকালে নাহিদ তড়ার হাতাশার কথা জানান।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে আইন ও প্রতিষ্ঠান সংস্কারে যেসব দল দাবি তুলেছিল, তারা এখন বিরোধিতা করছে। কী কারণে বিরোধিতা করছে, জানা যায়নি। যারা বিরোধিতা করেছে তারা যেন বিকল্প প্রস্তাব দেয়।
এ সময় তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘আজকের দিনটি হতাশার। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব।’
এ সময় ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্থানীয় সরকার নির্বাচন জামায়াত কেয়ারটেকার সরকারের অধীনে চায়। আর জুলাই চার্টার্ডে সবাই স্বাক্ষর করবে। যারা সরকার গঠন করবে, তারা প্রতিশ্রুতি রক্ষা করবে। যে প্রস্তাব ঐক্যমতে পৌঁছানো যাবে না, সেগুলো গণভোটে দেয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, বৈঠকে অধিকাংশ দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতের জন্য এনসিসির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।
এছাড়া রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আগামীকাল আলোচনা হবে। আর দ্বিতীয় দিনের অমিমাংসীত বিষয় আগামী সপ্তাহে আলোচনা হবে বলে জানান তিনি।
]]>