আজ শেরাটনে হানিয়া আমির, ভক্তরা কখন দেখা করতে পারবেন?

৩ সপ্তাহ আগে
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় অবস্থানকালে ভক্তদের সাথে দেখা এবং মতবিনিময় করবেন অভিনেত্রী।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। বাংলাদেশে আসার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান তিনি।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া।  নিজের একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন,

আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?

 

এদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।

 

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে দেখার সুযোগ হলে।

 

আরও পড়ুন: আহসান মঞ্জিলে কী করছেন হানিয়া আমির?

 

প্রসঙ্গত, আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। 

 

আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে বাংলায় আবেগী বার্তা দিলেন হানিয়া আমির

]]>
সম্পূর্ণ পড়ুন