আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব

৫ দিন আগে
চায়ের দেশ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে বিপিএল উৎসব! প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি সেরে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। চলতি আসরে মিরপুরে মুখোমুখি দেখায় জয় পেয়েছিল রংপুর। এবার হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য সিলেট দলের। লাক্কাতুরায় ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

থার্টি ফার্স্ট নাইটের হারের হতাশা ভোলার কথা নয় সিলেট স্ট্রাইকার্সের। এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে হেরেছে ৩৪ রানে। ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, ভেন্যুও এবার ভিন্ন। হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য স্ট্রাইকার্সের। ক্রিকেটপ্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট-রংপুর লড়াই।


অসুস্থতা কাটিয়ে ফেরা রাকিম কর্নওয়াল সিলেটের জন্য হতে পারেন গেইম চেইঞ্জার। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ঝড়ও তুলতে পারেন রাকিম। সঙ্গে ইনফর্ম লোকাল বয় জাকের আলী অনিক জ্বলে উঠলে হোম গ্রাউন্ডে স্ট্রাইকার্স যেকোনো প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে হুমকি।


আরও পড়ুন: বিপিএলে সিলেট পর্বের টিকিট পাবেন যেভাবে


সিলেটের একাদশে আসতে পারে পরিবর্তন। কর্নওয়াল সুস্থ, তাই ফিরতে পারেন দলে। রনি তালুকদার ও রাকিম কর্নওয়ালকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। গ্লোবাল সুপার লিগ জয়ের পর বাড়তি আত্মবিশ্বাস রংপুর রাইডার্স শিবিরে। বিপিএলেও উড়ছে তারা। জিতেছে ৩ ম্যাচের ৩টিতেই। সে ধারাবাহিকতা বজায় রাখতে চায় সোহানের দল।


যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আজিজুল হক তামিমের বিপিএল অভিষেক হয়নি আশানুরূপ। ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ফিরেছেন শূন্য রানে। যদিও তার প্রভাব পড়েনি ম্যাচে। নাহিদ রানা, শেখ মেহেদী, সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, সাইফ হাসানদের নিয়ে রাইডার্সের স্কোয়াড শক্তিশালী। স্ট্রাইকার্সের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলাই যায়।

]]>
সম্পূর্ণ পড়ুন