ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে উপস্থিত থাকবেন আদিত্য ও সারা। কলকাতার ইডেন গার্ডেনে সন্ধ্যা সাড়ে ছ’টায় এ জুটি তাদের নতুন সিনেমা ‘ইন দিনো মেট্রো’র প্রচারণায় অংশ নেবেন।
জানা যায়, ম্যাচ শেষে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ থেকে সৌরভ গাঙ্গুলির বাড়ি ‘বেহালা’র উদ্দেশে রওনা হবেন এ দুই বলিউড তারকা। তাই গাঙ্গুলি পরিবার থেকে এ দুই তারকার জন্য বিশেষ ডিনারের আয়োজন করেছেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি।
এদিকে গুঞ্জন উঠেছে, সৌরভের বায়োপিকে ডোনা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করতে চলেছেন সারা আলি খান। তাই ঝটিকা সফরে নিজের ছবি প্রচারণার পর সৌরভের বাড়ি যাবেন সারা। আর তাকে সঙ্গ দিতে সঙ্গে যাবেন আদিত্য।
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’
সৌরভ গাঙ্গুলির বায়োপিকে প্রধান চরিত্রে কে অভিনয় করছেন এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে সৌরভের ভূমিকায় পর্দায় দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে। তবে সৌরভ গাঙ্গুলির স্ত্রীর চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাই সারাকে নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে নেটিজেনদের।
আরও পড়ুন: শুভশ্রীকে সঙ্গে নিয়ে ফেসবুকে সুখবর দিলেন দেব
প্রসঙ্গত, কলকাতায় কোনো কাজে আসলে অনেক বলিউড তারকাই ঘুরতে যান সৌরভ গাঙ্গুলির বাড়িতে। আদিত্য ও সারার আগে বলিউড পারফেকশনিস্ট আমির খান সহ একাধিক তারকা ঘুরে গেছেন সৌরভ গাঙ্গুলির বাড়ি ‘বেহালা’য়।
]]>