আজ মুদ্রার অন্য পিঠ দেখল সূর্যবংশী

৩ সপ্তাহ আগে
ক্রিকেট বিশ্বে তোলপাড়, মাত্র ৩৫ বলে ১৪ বছর বয়সি ক্রিকেটারের সেঞ্চুরি। তাও যেনতেন টুর্নামেন্টে নয়, আইপিএলের মতো চরম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক আসরে। সেঞ্চুরিটাও রশিদ খান, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণাদের মতো বোলারদের পিটিয়ে।

গেল সোমবার (২৮ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করার পর ৩৮ বলে ১০১ রান করে আউট হয় রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। ১১টি ছয় ও ৭টি চারের মারে ইনিংস সাজায় সে। তার ওই তাণ্ডব অনেক রেকর্ডে নাম তুলে।


স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর বিশ্ব রেকর্ডটি এখন সূর্যবংশীর দখলে। ভারতীয় ব্যাটারদের মধ্যে আইপিএলে দ্রুততম শতকের রেকর্ডটাও নিজের করে নিয়েছে বৈভব, আইপিএলে এটি দ্বিতীয় দ্রুততম শতক। মাত্র ৩০ বলে শতক হাঁকিয়ে সবার ওপরে ক্রিস গেইল।


আরও পড়ুন: পাঞ্জাবের কাছে হেরে আইপিএল থেকে বিদায় চেন্নাইয়ের


রাজস্থানের হয়ে এক ইনিংসে ১১ ছক্কার কীর্তি নেই আর কারও। এতদিন সাঞ্জু স্যামসনের ১০ ছক্কাই ছিলো সর্বোচ্চ। আবার আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যেও যৌথভাবে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছে বৈভব। মুরালি বিজয়ের ১১ ছক্কার রেকর্ড এতদিন ছিল এককভাবে সর্বোচ্চ।


আরও পড়ুন: চাপে থাকা রাজস্থান এক পেসারকে হারিয়ে আরও চাপে


এমন একজনের এমন এক ইনিংস নিয়ে কথা তো হবেই, সূর্যবংশীকে নিয়ে শুধু কথা হয়নি, বলতে গেলে তোলপাড়ই হয়ে গেছে। অনেকেই তাকে ভবিষ্যত-সুপারস্টারের অ্যাখ্যা দিয়েছেন, অনেকে কিংবদন্তিদের ছাঁয়া দেখতে পেয়েছেন তার মধ্যে। এই প্রশংসার মাঝে আজ মুদ্রার অন্য পিঠ দেখল সূর্যবংশী।


মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাজস্থানের ‘হয় মারো, নয় মরো’ সমীকরণের ম্যাচে আজ ২ বল খেলে রানের খাতাই খুলতে পারেনি সূর্যবংশী। প্রথম ওভারেই দীপক চাহারের ওভারে উইল জ্যাকসকে ক্যাচ দিয়ে ফেরে সে।

]]>
সম্পূর্ণ পড়ুন