রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে এই দুই দলের লড়াইয়ে ভারত ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল। আজকের ম্যাচেও ভারতই ফেবারিট। সাম্প্রতিককালে ভারতের বিপক্ষে জয় পাকিস্তানের জন্য সোনার হরিণই বলা চলে।
ভারতের বিপক্ষে পাকিস্তানের সবশেষ জয়ের স্মৃতি ভুলতে বসেছেন অনেকেই। স্মৃতি হাতড়ে আপনাকে ফিরে যেতে হবে তিন বছর আগের এশিয়া কাপে। ২০২২ এর এশিয়া কাপে আজকের ম্যাচের ভেন্যু দুবাইয়েই শেষবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতের দেয়া ১৮২ রানের লক্ষ্য ১ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে গিয়েছিল পাকিস্তান।
এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও সাতবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলেও একবারও জয় পায়নি পাকিস্তান। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচে টানা হেরেছে। টানা হারের সংখ্যাটা সাতও হতে পারতো। মাঝে ২০২৩ এর এশিয়া কাপে পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচটি বাজে আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছিল।
আরও পড়ুন: বাংলাদেশকে দেখে পাকিস্তানকে শেখার পরামর্শ দিলেন কামরান আকমল
আজ ভারত জয় পেলেই নতুন একটা রেকর্ড হবে। ভারত-পাকিস্তানের ৭৩ বছরের দ্বৈরথের ইতিহাসে কোনো দলই একে অন্যকে টানা পাঁচ ম্যাচের বেশি হারাতে পারেনি। ভারত আজ জিতে গেলে বড়সড় লজ্জার মুখেই পড়তে হবে পাকিস্তানকে।
ভারত এর আগেও একবার টানা পাঁচ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। ২০১৪ সালে মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপেরম্যাচ থেকে শুরু করে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টানা পা৬চ ম্যাচ জিতেছিল মেন ইন ব্লুরা।
আরও পড়ুন: গিলকে আউট করার কৌশল শাহিনকে বাতলে দিলেন আকরাম
ভারতের বিপক্ষে পাকিস্তানেরও টানা পাঁচ ম্যাচ জেতার রেকর্ড আছে। ১৯৮৭ থেকে ১৯৮৮ পর্যন্ত টানা পাঁচ ওয়ানডে ম্যাচে ভারতকে হারায় পাকিস্তান। ১৯৯৮ থেকে ১৯৯৯ পর্যন্ত টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ফের টানা পাঁচ ম্যাচে প্রতিবেশীদের হারায় মেন ইন গ্রিনরা। ১৯৯৯ সালে আরও একবার টেস্ট ও ওয়ানডে মিলিয়ে টানা পাঁচ ম্যাচে ভারতকে হারের লজ্জা দিয়েছিল পাকিস্তান। সে সময় ভারতের বিপক্ষে জয়ে বড় ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। পাকিস্তানের ৫৫ জয়ের বিপরীতে ভারতের জয় ছিল ৩০টি।
তবে, সময়ের সঙ্গে পাকিস্তানের শক্তি কমেছে। ভারতও জয়-পরাজয়ের ব্যবধান কমিয়ে এনেছে। তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত খেলা ২০৯ ম্যাচের ৮৮টি জিতেছে পাকিস্তান, ভারতের জয় ৭৭টিতে। বাকি ম্যাচগুলোর একটি হয়েছে টাই, ফল হয়নি ৫ ম্যাচে, আর ৩৮টি টেস্টে ড্র করেছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।