আজ পিএসজি-রিয়াল মহারণ

৪ সপ্তাহ আগে
ফিফা ক্লাব বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামবে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনালের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এবারে মৌসুমটা স্বপ্নের মতো কাটছে পিএসজির। ঘরোয়া ফুটবলের ট্রেবল জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাও ঘরে তুলেছে। আরও একটি শিরোপার হাতছানি তাদের সামনে। ক্লাব বিশ্বকাপ শিরোপা দিয়ে মৌসুমের পঞ্চম শিরোপা ঘরে তুলতে আত্মবিশ্বাসী তারা। পিএসজি বড় জয় দিয়ে ক্লাব বিশ্বকাপের শুরুটা করেছিল। গ্রুপ পর্বের পর শেষ ষোলোতে ইন্টার মিয়ামির বিপক্ষেও বড় ব্যবধানে জয় পায় ফরাসি ক্লাবটি। শেষ ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।


রিয়ালের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনেই একাদশ সাজাতে পারেন লুইস এনরিকে। আক্রমণভাগে দেখা যেতে পারে দেম্বেলে, দুয়ে ও কাভারাসখেলিয়াকে। মধ্য মাঠে নেভেস, ভিতিনহা ও রুইজ আর রক্ষণে মার্কিনিয়োস, হাকিমি, বেরালদো ও মেন্ডেসেই ভরসা রাখবেন কোচ। তবে লাল কার্ডের নিষেধাজ্ঞায় থাকা লুকাস হার্নান্দেজের অনুপস্থিতি ভুগাতে পারে দলকে।


আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপে গোল করায় এগিয়ে ব্রাজিলিয়ানরা, আর্জেন্টাইনরা কত নম্বরে


এনরিকে বলেছেন, ‘স্বাভাবিক ম্যাচের তুলনায় বিশ্বকাপের ম্যাচের পরিস্থিতি ভিন্ন হয়। এ ম্যাচের গুরুত্ব সব খেলোয়াড়ের কাছে বিশেষ। এই ম্যাচে মনোনিবেশ থাকতে সবাই প্রস্তুত। বিশ্বের সেরা দলের বিপক্ষে সেমিফাইনাল খেলা সত্যিই দারুণ কিছু। তবে আমরা তাদের বিপক্ষে সেরাটা দিয়ে জয় চাই। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’


পিএসজির বিপরীত চিত্র রিয়াল মাদ্রিদের শিবিরে। মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটিয়েছে তারা। বার্সেলোনার কাছে সুপার কাপ ও কোপা দেল রের ফাইনাল হারের পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোসরা। এরপর ক্লাব বিশ্বকাপের শুরুতেই আল হিলালের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। কোয়ার্টার ফাইনালেও কষ্টসাধ্য জয় পায় রিয়াল। তবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে কিছুটা হলেও দুঃখ ঘোঁচাতে চাইবে শাবি আলোনসোর দল। এনরিকের বিপক্ষে কৌশলগত লড়াই হলেও জয়ের প্রত্যাশা মাদ্রিদ কোচের।

]]>
সম্পূর্ণ পড়ুন