এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাকে আংশিক জেরা করে স্টেট ডিভেন্স।
গত মঙ্গল ও বুধবার (১৬ ও ১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম।
আরও পড়ুন: জামায়াতসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে আমরা নেই: নাহিদ ইসলাম
জবানবন্দিতে জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ,ওবায়দুল কাদের, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চান নাহিদ ইসলাম। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতেই দেশব্যাপী গণহত্যা চালানো হয়। এক বছরেও গুম-খুনের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: গুম-খুনে জড়িত বাহিনীর সদস্যরা গ্রেফতার না হওয়ায় নাহিদের ক্ষোভ
এ ছাড়া, এদিন ট্রাইব্যুনাল ২- এ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
]]>