বিএনপির কর্মসূচি
বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী সিনেট ভবন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল।
বিকেল ৫টায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় হবে। এতে অংশ নেবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকারের একগুয়েমি আচরণ এবং সরকারের উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বেলা ১১টায় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী।
স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ) চত্বর ও মিলনায়তনে জাতীয় ফলমেলা ২০২৫ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.)। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন তিনি।
সেনাবাহিনীর প্রেস ব্রিফিং
স্টাফ রোডের ঢাকা সেনানিবাসে বনানী রেল ক্রসিং ও রেডিসনের মাঝামাঝি মেসে দুপুর ১টায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
জামায়াতের আমির
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মি. আচিম ট্রস্টারের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ হবে। এ উপলক্ষে মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বিশ্ব পরিবেশ দিবস
সকাল ১০টায় মহাখালী আইসিডিডিআরবির সাসাকাওয়া অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন হবে। আইসিডিডিআর,বি-র এই আয়োজনে বাংলাদেশের পরিবেশগত গুরুত্বপূর্ণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এই অনুষ্ঠানে অংশ নেয়া বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের নির্বাচিত গবেষণার সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) উপস্থাপন করা হবে। এছাড়া পরিবেশ-সম্পর্কিত কাজের একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীও এই অনুষ্ঠানে থাকবে এবং গবেষণাপত্র ও আলোকচিত্র উভয় প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডা. ফারহিনা আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. কামরুজ্জামান।
ঐকমত্য কমিশনের আলোচনা
বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে। আলোচ্য সূচির মধ্যে রয়েছে পূর্বেকার অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি।
আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন৷ আলোচনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন-নিউজ (BTV-News) সরাসরি সম্প্রচার করবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ
উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে দুপুর সোয়া ১২টায় অনুষ্ঠান শুরু হবে।
সংবাদ সম্মেলন
বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টারস ইউনিটিতে সাগর-রুনী মিলনায়তনে জরুরী সংবাদ সম্মেলন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
]]>