আজ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের সুযোগ

২ সপ্তাহ আগে
প্রথমবারের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুদল। জয় দিয়ে বছরের শেষটা রাঙাতে চায় টাইগাররা।

টাইগার শিবিরে ক্যারিবিয়ান ভাইব। সেন্ট ভিনসেন্টের সাগর-পাহাড়ের কোলে তাঁবু গেড়েছে ওরা। সময়টা উপভোগ্যই হচ্ছে। স্মৃতির ফ্রেমে জমা হয়েছে সুন্দর কিছু ছবি। মাঠের পারফরম্যান্স ভালো হলে সবই যে ভালো লাগে। টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই ফরম্যাটেই হোয়াইওয়াশ করতে পারলে সে আনন্দ পাবে পূর্ণতা।


সব মিলিয়ে বেশ উজ্জীবিত দল। তবে, শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হচ্ছে কোচ ফিল সিমন্সকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়ায় ছিটকে গেছেন সৌম্য সরকার। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন পারভেজ হোসেন ইমন কিংবা আফিফ হোসেন ধ্রুব। পেস ইউনিটেও আসতে পারে এক পরিবর্তন। এশিয়ান গেমসে ৩ ম্যাচ খেললেও সিনিয়র টিমের ইলেভেনে প্রথমবারের মতো সুযোগ পেতে পারেন রিপন মণ্ডল। কিংবা অভিষেক হতে পারে নিউ পেস স্টার নাহিদ রানার।


আরও পড়ুন: ভারতের কাছে বড় হারে ফাইনালের স্বপ্নে হোঁচট খেল বাংলাদেশ


নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টি সিরিজে অপ্রতিরোধ্য টাইগাররা। সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে লিটনের দল। আরনস ভেল গ্রাউন্ডে সংক্ষিপ্ত ফরম্যাটে পরিসংখ্যানও কথা বলছে পক্ষে। সেখানে ৬ ম্যাচ খেলে ৪টিতেই রয়েছে জয়।


একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের হিসেবে উইন্ডিজের বিপক্ষে একবারই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে তাদের হারিয়েছিলো ২-১ ব্যবধানে। সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের প্রথম বারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ।


সেন্ট ভিনসেন্টের মন্থর উইকেট বাংলাদেশিদের জন্য আদর্শ। রানপ্রসবা ভেন্যু নয় এটি। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেখানে বৃষ্টি আইনে আফগানিস্তানের দেয়া ১১৪ রান তাড়া করে জিততে পারেনি শান্তর নেতৃত্বাধীন দল। তবে, সেখানকার সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৫৯ রান বাংলাদেশেরই। যদিও চলমান সিরিজের ২টি ম্যাচের একটিতেও আগে ব্যাট কোরে স্কোরবোর্ডে দেড়শ রান তুলতে পারেনি সফররতরা।

]]>
সম্পূর্ণ পড়ুন