বুধবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিন গিয়ে এমন সব তথ্য জানা গেছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশে থেকে আসা বিএনপি মনোনিত স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীরা সমাবেশ করেন।
সমাবেশ থেকে তারা জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই।
সকাল ১০টায় শুরু হওয়া এ সমাবেশে যোগ দেন দেশের সকল জেলা-উপজেলা-ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলর এবং মনোনীত প্রর্থীরা।
]]>