আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি, নিহত ২

১ দিন আগে
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে আগুন নেভানোর সময় দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ দুই দমকলকর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, কুটেনাই কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে স্থানীয় সময় রোববার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে ক্যানফিল্ড মাউন্টেনে আগুন নেভানোর জন্য দমকলকর্মীরা সাড়া দেয়। পরে আগুন নেভানোর সময় দমকলকর্মীদের লক্ষ্য করে চালানো হয় গুলি। হতাহতরা সবাই দমকল কর্মী বলে জানিয়েছেন আইডাহোর একজন শেরিফ।

 

গুলিবর্ষণের পর আইডাহোর কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে। আইডাহোর শেরিফ জানিয়েছে, পুলিশ বন্দুকধারীদের আটকের চেষ্টা করছে এবং সন্দেহভাজনদের সংখ্যা কত তা নিশ্চিত নয়।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল ৩ ভবন

 

এক সংবাদ সম্মেলনে আইডাহোর শেরিফ বব নরিস বলেন, বন্দুকধারী একজন নাকি আরও বেশি ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তিনি বলেন, আমরা সন্দেহভাজন ব্যক্তিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছি। কিছু বেসামরিক ব্যক্তিও এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে মনে করছেন তিনি।

 

ঘটনাস্থলে উপস্থিত একজন দমকলকর্মী বলেন, ‘এটা আমার কাছে স্পষ্ট যে এই আগুন ইচ্ছাকৃতভাবে আমাদের টেনে আনার জন্য লাগানো হয়েছিল।’

 

আরও পড়ুন: সিনেটের অনুমোদন পেলো ট্রাম্পের কর বিল

 

আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল এই হামলাকে অগ্নিনির্বাপক কর্মীদের ওপর ‘জঘন্য প্রত্যক্ষ আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘উত্তর আইডাহোতে আগুন নেভানোর সময় আজ একাধিক বীর অগ্নিনির্বাপক কর্মীর ওপর আক্রমণ করা হয়েছে। এটি আমাদের সাহসী অগ্নিনির্বাপক কর্মীদের ওপর একটি জঘন্য প্রত্যক্ষ আক্রমণ। আমি সব আইডাহোবাসীকে তাদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন