আগামীর বাংলাদেশ হবে উই ওয়ান্ট জাস্টিসের: রেজাউল করিম

২ সপ্তাহ আগে
জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছেন আমাদের সবকিছুর উপরে মেধা বড়। বাংলাদেশে আর বড়ভাই সিস্টেম চলবে না। জুলাই বিপ্লবে ছাত্র শিবির নেতৃত্ব দিয়েছে, এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে বিপুল ভোটে বিজয়ী করে শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে আগামীর বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিসের বাংলাদেশ।’

শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের কলেজ শাখার আয়োজনে কলেজ ক্যাম্পাস মাঠে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ড. রেজাউল করিম বলেন, আমরা বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যে বাংলাদেশ- মালয়েশিয়া এবং সিঙ্গাপুর অতিক্রম করতে পারবে। আমাদের ভিত্তি এবং শপথ হবে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না।


তিনি আরও বলেন, রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে, কোন আমলারা দুর্নীতি করতে পারবে না। জামায়াতে ইসলামীর আজকের যুদ্ধ হচ্ছে, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা দুর্নীতিকে না বলতে চাই।


রেজাউল করিম বলেন, যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি ধরে আমরা যদি অগ্রসর হই, আমরা হিসেব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে, এগুলো সমাধান করতে ৫ বছর সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। বড় ভাই সিস্টেম বাদ দিতে হবে। জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে আমাদের সবকিছুর উপরে মেধা বড়। আর বড়ভাই সিস্টেম বাংলাদেশে চলবে না।


আরও পড়ুন: প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বিএনপি, প্রচারণায় জামায়াত, জোট নিয়ে কী ভাবছে এনসিপি?


কলেজ শিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল।


কলেজ শিবিরের সেক্রেটারী মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন