আগামীতেও গণমাধ্যম মুক্তভাবে কাজ করবে: আমিনুল

১ দিন আগে
আগামীতেও গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (৮ অক্টোবর) রনাজধানীর পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

 

আমিনুল হক বরেন, ‘আগামীতেও বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। গণমাধ্যমও কাজ করতে পারবে মুক্তভাবে।’

 

স্থানীয় মানুষের নানা সমস্যা এবং অভিযোগের সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘কোন চাঁদাবাজ দখলদারদের প্রশ্রয় দেয়া হবে না। যারাই এমন কাজে সম্পৃক্ত হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ এবং সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

 

খেলার মাঠের প্রয়োজনীয়তা তুলে ধরে আমিনুল হক বলেন, ‘যেখানে খালি জায়গা রয়েছে সেখানে খেলার মাঠের ব্যবস্থা করতে হবে।’

 

আরও পড়ুন: ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি নির্বাচন: আমিনুল

 

নিম্ম আয়ের মানুষদের শিক্ষার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘নিম্ম আয়ের মানুষ যেখানেই আছে সেখানে স্কুল তৈরি করতে হবে। পাশাপাশি তাদের জন্য  শিক্ষা ও সাস্থ্যসেবা নিশ্চিত করততে হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন