আগামীকাল কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান

৩ সপ্তাহ আগে
উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশেই শোকের পরিবেশ বিরাজ করছে। মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে আগামীকাল সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সেই শোক পালনের উদ্দেশে আগামীকাল কালো ব্যাজ পরে মাঠে নামবেন বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটাররা।

মাইলস্টোন কলেজ এরিয়ার মধ্যে বিমান দুর্ঘটনা পুরো দেশবাসীকে শোকস্তব্ধ করেছে৷ দেশের ক্রীড়াঙ্গনেও সেই শোক ছড়িয়ে পড়েছে। তারকা খেলোয়াড়রা অনেকেই ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন। দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ দুই সংগঠন- বিসিবি ও বাফুফেও এই ঘটনায় শোক প্রকাশ করেছে। 

 

আরও পড়ুন: নিজেদের কারণেই স্টেডিয়ামে খাবার নেয়ার সুযোগ হারালেন দর্শকরা!

 

আগামীকাল পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। মাইলস্টোন ট্র্যাজেডির কারণে এদিন কালো ব্যাজ পড়ে মাঠে নামবেন উভয় দলের ক্রিকেটারদের। বিসিবির এক পরিচালক সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে। এই শোককে কেন্দ্র করে আরও কিছু করা যায় কিনা, সেটা নিয়েও ভাবছে বিসিবি। ম্যাচের আগে এক মিনিটের নীরবতা পালন করার একটি আভাসও পাওয়া গেছে ওই বোর্ড পরিচালকের কথায়। 

 

আজ (২১ জুলাই) রাজধানী ঢাকার উত্তরায় দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ার মধ্যে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এই ঘটনায় ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

 

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজের জন্য চমকে ঠাসা দল ঘোষণা জিম্বাবুয়ের

 

মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা, বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, শাদমান ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম এবং আকবর আলী।

]]>
সম্পূর্ণ পড়ুন