ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে জানিয়েছে, জুবিলি হিলসে অবস্থিত নিজের বাসভবনে মেসির একটি পোস্টার উন্মোচনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেবন্ত রেড্ডি।
মেসির আগমণকে উদযাপন করতে রাজ্যজুড়ে নেয়া হচ্ছে বিশাল প্রস্তুতি। তেলেঙ্গানা সরকার, স্থানীয় ফুটবল একাডেমি এবং ক্রীড়া সংস্থাগুলো ইতোমধ্যে ফ্যান ইভেন্টের প্রস্তুতি নিয়ে রেখেছে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স!
‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ এর অংশ হিসেবে হায়দরাবাদ ছাড়াও কলকাতা, দিল্লি ও মুম্বাইয়েও যাবেন মেসি। এর আগেও একবার ভারত সফরে এসেছিলেন মেসি। সেটা ১৪ বছর আগে। তখন অবশ্য আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে এসেছিলেন এক প্রীতি ম্যাচে অংশ নিতে। এবার মেসি একা আসবেন। তাকে ঘিরেও নানারকম আয়োজনের ব্যবস্থাও থাকছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, মেসিকে দেখার জন্য মিট অ্যান্ড গ্রিট সেশন রাখা হয়েছে। যেটার জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ। যার জন্য খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থও। তাতে সমর্থকরা মেসির কাছাকাছি যাওয়ার সুযোগ পাবেন এবং ছবি তোলার পাশাপাশি একটি অটোগ্রাফ জার্সি পাবে।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·