বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান।
তাহের বলেন, ‘আগামী নির্বাচনে দেশপ্রেমিক ইসলামপন্থিরা এক বাক্সে আসবে। বাংলাদেশপন্থি জাতীয়তাবাদীর একটি অংশ আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গী হবে৷’
আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে৷’
সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর ভোট হলেই জামায়াতের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার
তিনি আরও বলেন, ‘কেউ কেউ ভাবছেন শেখ হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে জয়লাভ করবেন৷ কিন্তু সামনে আর কেউ রাতের ভোট দিনে করার সাহস পাবে না৷ ৫ আগস্টের পরিবর্তনে দেশের মানুষ এখন সচেতন হয়েছে।’
এদিকে, জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া খেটে-খাওয়া মানুষদের অবদান নিয়ে কেউ কথা বলছে না বলেও অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির।
]]>