শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসায় খেলাফত আন্দোলনের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
আংশিক সংস্কার হয়েছে দাবি করে তিনি বলেন, একইসাথে সংস্কার ও নির্বাচনী কাজ চলমান রাখতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে খেলাফত আন্দোলনের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
আরও পড়ুন: আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আর সাংগঠনিক সম্পাদক বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও মানুষের যে মৌলিক অধিকার নিশ্চিত হয়নি, খেলাফত আন্দোলন তা পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। অনুষ্ঠানে খেলাফত আন্দোলনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।