সরকারি নানা পদক্ষেপ ও আলুর দাম ভালো পাওয়ায় উত্তরের জেলা দিনাজপুরের সর্ব দক্ষিণের উপজেলা হাকিমপুরে প্রতিবছরের মতো এবারও আবাদ হয়েছে আগাম আলু। এসব আলু আগাম উঠায় মাধবপাড়া এলাকা গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি আলুর হাট। যেখানে কৃষক সরাসরি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তাদের উৎপাদিত আলু বিক্রি করতে পারেন পাইকারদের কাছে। এছাড়া গুনতে হয় না ইজারার টাকা। আলুর ভালো দাম পেয়ে খুশি কৃষক।
কৃষকরা জানান, এখানে সরাসরি জমি থেকে আলু তুলে এনে বিক্রি করা যাচ্ছে। ফলে লাভও ভালো পাওয়া যায়। কৃষক আর পাইকারের মাঝে আর কেউ নেই।
এদিকে আলুর মান ভালো হওয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এ হাটে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ ট্রাক আলু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
পাইকাররা জানান, এখানে প্রতিদিন ১৫-২০ ট্রাক আলু লোড হয়। কৃষকরা স্বাচ্ছন্দ্যে আলু বিক্রি করতে পারছে। পাইকাররাও ঝামেলা ছাড়াই আলু কিনে ভালো লাভ করতে পারছে।
আরও পড়ুন: বাজারে নতুন আলু, তবুও কেন কমছে না দাম?
আলু আবাদে কৃষককে সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানায় কৃষি বিভাগ।
হাকিমপুর উপজেলার কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি বিভাগের প্রচার প্রচারণায় চলতি মৌসুমে আগাম আলোর ফলন বেশ ভালো হয়েছে।’
হাকিপুর উপজেলায় এ বছর ১ হাজার ৪২ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।