রোববার (৩ আগস্ট) এক মাসের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
এর পাশাপাশি দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬-৩৮°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া বার্তায় জানানো হয়, চলতি মাসে দেশের কোথাও কোথাও ৫-৬ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।
বন্যা পরিস্থিতির বিষয়ে জানানো হয়, আগস্ট মাসে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীসমূহের পানির সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।