মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কী বলছে আইনশৃঙ্খলা বাহিনী?
সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা পতিত ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। আমাদের দূতাবাসে হামলা চালিয়ে তারা নিজেদের উগ্রতা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।