আখাউড়ায় পচাবাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেলে জরিমানা

৫ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পচাবাসি খাবার বিক্রি করার দায়ে আদালত তিন খাবার হোটেলের ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আখাউড়া পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকার খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রি করার দায়ে তাজমহল, কাচ্চি মাঠ ও অতিথি নামে তিনটি খাবার হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮ হাজার টাকা জরিমানা করে।

আরও পড়ুন: মেহেরপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, উপজেলার খাবার হোটেলগুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন