আকবর-তানবিরের ব্যাটে রাজশাহীকে হারালো রংপুর

৩ সপ্তাহ আগে
ন্যাশনাল ক্রিকেট টি-টোয়েন্টি লিগের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় পায় রংপুর। টানা তিন জয়ে ঢাকা মেট্রোর সাথে যৌথভাবে শীর্ষেই ছিল রংপুর বিভাগ। চতুর্থ রাউন্ডে এসেও জয়রথ সচল থাকলো তাদের। অধিনায়ক আকরব আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহী বিভাগের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে তারা।

রোববার (১৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে আকবর আলীর অপরাজিত ৬৮ রানের ওপর ভর করে দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় রংপুর। 

 

বেশির ভাগ সময় লোয়ার মিডল অর্ডারেই ব্যাট করে থাকেন আকবর আলী। দলের প্রয়োজনে আজ চার নম্বরে ব্যাট করতে নামেন আকবর আলী। ব্যাটিং অর্ডার পরিবর্তনের দিনে ২৯ বলে ৬৮ রানের হার না মানা ইনিংস উপহার দেন তিনি। 

 

আরও পড়ুন: এবার ৭৩ রান করে সিলেটকে জেতালেন জিসান

 

আকবর আলীর আগে রংপুরকে জয়ের পথ দেখান ওপেনার তানবির হায়দার। ৪৫ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭১ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দেন তিনি। বাকি কাজ সারেন আকবর আলী। 

 

সিলেট স্টেডিয়ামে এ দিন হাফ ডজন ছক্কা হাঁকান আকবর আলী। উইকেটরক্ষক এই ব্যাটারের উত্তাল উইলোবাজিতে লন্ডভন্ড হয় রাজশাহীর বোলিং। ব্যাট হাতে একাই শাসন করতে থাকেন প্রতিপক্ষ দলের বোলারদের। 

 

আরও পড়ুন: শেষ ওভারে ২৫ রান তাড়া করে জিতল বরিশাল

 

আগে ব্যাট করতে নেমে জাতীয় দলের তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ফেরেন মাত্র ৬ রান করে। বাঁহাতি এই ব্যাটার ফিরলেও আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান করেন ১৮ বলে ৩০ রান। তিনে নেমে সাব্বির হোসেন খেলেন ৫২ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস। 

 

শেষ দিকে গোলাম কিবরিয়া খেলেন ঝোড়ো ইনিংস। ১৫ বলে করেন ৩৮ রান। প্রিতম কুমার অবশ্য আগেই ফেরেন ১৬ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।

]]>
সম্পূর্ণ পড়ুন