আওয়ামী সরকার বিচার-শিক্ষা এছাড়াও সব বিভাগকে ধ্বংস করেছে: নিতাই রায়

৯ ঘন্টা আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিচার ও শিক্ষা এছাড়াও সকল বিভাগকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

মঙ্গলবার  (২৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।  

 

নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, ৩১ দফা সংস্কার করতে জাতীয় নির্বাচন চায়। কারণ সংসদ ছাড়া সংস্কার করতে পারবে না এ অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে না এ সরকার। জাতীয় নির্বাচনের মাধ্যমে সকলে মিলেমিশে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

 

ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিএনপির বহু নেতাকে জেল খাটিয়েছে, হত্যা করেছে এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেয়নি তারা। তারেক জিয়াকে দেশে ফিরে আসতে বাধা দিয়েছে।

 

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালিয়েছেন তার এমপি, সিটি মেয়রসহ বহু নেতাকর্মী।

 

আরও পড়ুন: কাদা ছোড়াছুড়ি করে ঐক্য নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের

 

ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে। শিক্ষা বিভাগকে ধ্বংস করেছে। সকল বিভাগকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এ কথা জানিয়ে তিনি বলেন, আগামীতেও ক্ষমতায় এসে সকল হত্যার বিচার করবে তারা। প্রতিশোধ নেবে, নেবে বদলাও।

 

সাতক্ষীরা জেলায় বিএনপির আয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি তুলে ধরেন তিনি।

 

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিকাল ৪টায় বিশাল জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, এমপি কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শহীদুল আলম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, শেখ মৃণাল কান্তি রায়, যুগ্ম আহবায়ক  আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলামসহ বিএনপির জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি আবু জাহিদ ডাবলু।
 

]]>
সম্পূর্ণ পড়ুন