সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন করেন তিনি।
পোস্টে সারজিস আলম বলেন, যেসব চাটার দল এখনো তাদের জননীর তেলবাজি করে তাদের জন্য তাদের জননীর আমলের কিছু লুটপাটের আমলনামা দেয়া হলো।
অর্থ পাচার:
বছরে পাচার হতো ১৬ বিলিয়ন ডলার! যা বিদেশি বিনিয়োগের দ্বিগুণ। অথচ IMF থেকে ৪ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার জন্য দেশটার কত স্বার্থ জলাঞ্জলি দিলো!
ব্যাংক খাত:
১০ ব্যাংক প্রযুক্তিগতভাবে দেউলিয়া। সালমান এফ রহমান, এস আলমের মতো লোকদের নিয়ে ব্যাংক থেকে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা। মোট মন্দ ঋণ পৌনে ৭ লাখ কোটি টাকা।
বিদ্যুৎ খাত:
LNG-তে বছরে ক্ষতি ৩ হাজার কোটি টাকা! বিদ্যুৎকেন্দ্র হতো রাজনৈতিক বিবেচনায়।
আরও পড়ুন: কালো শকুনদের চক্রান্ত থামেনি: সারজিস আলম
বড় প্রকল্পে বড় লুট:
দুর্নীতির কারণে বাড়তি ব্যয় ৭০%! ১৪-২৪ বিলিয়ন ডলার অপচয়। ৪০% অর্থ লুটপাটে আমলারা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ৭৩% সচ্ছল।
তো জননীর এতিম সন্তানরা কত করে ভাগে পেয়েছেন?