আওয়ামী লীগের সক্রিয় হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কর্নেল (অব.) অলির

৩ সপ্তাহ আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের (চুপ্পু) নেতৃত্বকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সক্রিয় হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই গুরুতর অভিযোগ করেন এবং একইসঙ্গে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানান।


কর্নেল (অব.) অলি বলেন, ‘রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে হবে। মাথাকে ঠিক রেখে দেহকে অবশ করা যাবে না।’


তিনি আরও অভিযোগ করেন, ‘চুপ্পুর নেতৃত্বে আওয়ামী বাহিনী বিভিন্ন জায়গায় অ্যাকটিভ হচ্ছে। তাদের সহযোগিতা করছে জাতীয় পার্টি। তাদের [আওয়ামী লীগ] রাজনীতি করতে দেয়ার কোনো কারণ নেই।’


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে এলডিপি প্রধান জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশবাসীকে সজাগ হওয়ার আহ্বান জানাই। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একে (আওয়ামী লীগ) মোকাবিলা করা সম্ভব নয়।’
 

আরও পড়ুন: আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি: কর্নেল অলি


ভারতের অবস্থান নিয়েও কঠোর হুঁশিয়ারি দেন কর্নেল অলি। তিনি অভিযোগ করেন, ‘ভারত সরকার হাসিনা এবং তার লুটাবাহিনীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরোধিতা করছে। হাসিনার বাহিনী বাংলাদেশের বন্ধু নয়। তাদের সঠিক বিচার নিশ্চিত করা আমাদের কর্তব্য। ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি কখনোই বরদাশত করব না।’


এদিকে, আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী জোটের কৌশল নিয়ে এলডিপি চেয়ারম্যান জানান, তাদের দল থেকে মহাসচিবের নেতৃত্বে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিএনপির সঙ্গে কথা বলে ভবিষ্যতে মনোনয়ন পাওয়া বা না-পাওয়ার বিষয়ে আলোচনা করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন