আওয়ামী লীগের মতো প্রতিশোধের রাজনীতি করতে চাই না: মির্জা ফখরুল

২ সপ্তাহ আগে
আওয়ামী লীগের মতো প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চান না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না।

মঙ্গলবার (১১ নভেম্বর) নিজ এলাকা ঠাকুরগাঁও সদরের মোহাম্মদপুর ইউনিয়নের গীলাবাড়ি স্কুল মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, ‌‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৫ আগস্টেই বলেছিলেন—আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।’

 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে বলতে চাই —অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।’

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়। নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।’

 

ফখরুল বলেন, ‘বিএনপি বাংলাদেশেকে নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করতে চাই। আওয়ামী লীগের মতো ভয়াবহ দিনগুলো নয়, দেশের মানুষ সুখে শান্তিতে বাস করুক এটাই আমরা চাই।’


আরও পড়ুন: এক দল ইসলামের অপব্যাখ্যা দিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে: মির্জা ফখরুল


সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সব সময় একটা আতঙ্কে থাকেন, এই আতঙ্কে আর থাকবেন না। বিএনপি অতীতে আপনাদের পাশে ছিল, বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে। পূজার সময় আপনারা দেখেছেন আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল।’


বিএনপি মহাসচিব বলেন, ‘ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলেই জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়। পিআর ও গণভোটের কথা বলে তারা গণতন্ত্র ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন