আইয়ারকে চড়া দামে কেনার ব্যাখ্যা দিল পাঞ্জাব

১ সপ্তাহে আগে
এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন শ্রেয়াস আইয়ার। মেগা নিলামে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তুমুল লড়াই করে এই ব্যাটারকে দলে ভেড়ায় প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংস।

গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানানোর পরেও তারা ছেড়ে দিয়েছিল শ্রেয়াসকে। সেই খেলোয়াড়কেই এত চড়া দামে কিনে নিলামের পর বেশ আলোচনায় এসেছিল পাঞ্জাব কিংস। তবে টুর্নামেন্ট শুরুর পর নিজের পারফরম্যান্স দিয়ে সেসব আলোচনাকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন আইয়ার।

 

এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে ১৫৯ গড়ে ২০৬.৪৯ স্ট্রাইক রেটে ১৫৯ রান করেছেন আইয়ার। তবে এরপরও প্রশ্ন উঠছে আইয়ারের পেছনে বিপুল পরিমাণ অর্থ খরচ নিয়ে। এবার এই প্রশ্নের জবাব দিলেন পাঞ্জাবের কোচ রিকি পন্টিং।   

 

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘সে (আইয়ার) আত্মবিশ্বাসী একজন খেলোয়াড়, যে ভালোভাবে প্রস্তুতি নেয়। ব্যাটিংয়ে নামার সময় তাকে আপনি দেখে থাকবেন, দর্প নিয়ে ব্যাট করতে নামে। কারণ, সে আত্মবিশ্বাসী। সে জানে, বিষয়গুলো একটু ঠিক রাখতে পারলেই সে আর ব্যর্থ হবে না।’

 

আরও পড়ুন: 'অজানা কারণে' শাস্তি পেলেন ইশান্ত

 

২০২০ সালে আইয়ার ছিলেন দিল্লির অধিনায়ক। সে বছর দলটির কোচের দায়িত্ব পালন করেছেন পন্টিং। সেখান থেকেই এই ক্রিকেটারকে পছন্দ সাবেক অজি অধিনায়কের। কোচ আর অধিনায়কের রসায়ন মেলানোর জন্যও আইয়ারকে পাঞ্জাবে পেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।  

 

পন্টিং বলেন, ‘আমি মনে করি না, একজন ফুটবল ম্যানেজারের মতো ক্রিকেট কোচ দলে প্রভাব ফেলে। আমি অধিনায়ক আর সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে পরিকল্পনা ভাগাভাগি করতে পছন্দ করি। এ কারণেই আমরা শ্রেয়াসকে চেয়েছি। আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড়।’

 

তিনি আরও বলেন, ‘শ্রেয়াসের সঙ্গে আগে কাজ করার কারণে আমি জানি, সে দলে কী নিয়ে আসতে পারে—শান্ত ভাব, আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন