আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে মারক্রাম-রাবাদার সঙ্গে নিসাঙ্কা

৪ সপ্তাহ আগে
জুন মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তিন জনের এই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার মারক্রাম ও রাবাদা। তাদের সঙ্গে সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার নিসাঙ্কা।

সবশেষ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দারুণ পারফর্ম করেছেন দুই প্রোটিয়া ক্রিকেটার মারক্রাম ও রাবাদা। অন্যদিকে সবশেষ কয়েকটা ম্যাচে লঙ্কান ক্রিকেটার নিসাঙ্কাও আলো ছড়িয়েছেন। 

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বল হাতে দুই ইনিংস মিলিয়ে দুটি উইকেট শিকার করেছেন মারক্রাম। চাপের মুখে ২০৭ বলে মারক্রামের ১৩৬ রানের সুবাদে ৫ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 

 

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা

 

ব্যাটিংয়ে প্রোটিয়াদের জয়ের নায়ক মূলত মুল্ডার। আর বল হাতে নায়ক ছিলেন পেসার কাগিসো রাবাদা। গতি আর সুইংয়ে অজি ব্যাটারদের নাকানিচোবানি খাইয়েছেন এই বোলার। পুরো ম্যাচে শিকার করেছেন ৯টি উইকেট। 

 

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই পেসার। টেস্টে ৩৩৬ উইকেট নিয়ে ফাইনাল শেষ করেন রাবাদা, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ৪র্থ সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক কাগিসো রাবাদা। 

 

গত মাসে বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটার পাথুম নিসাঙ্কা। তিনিও পেয়েছেন আইসিসির মাসসেরার মনোনয়ন। গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৮৭ রানের ইনিংস খেলেন নিসাঙ্কা। গলে সে ম্যাচটি অবশ্য ড্র হয়েছে। 

 

আরও পড়ুন: এমএলসি থেকে ছিটকে গেলেন রউফ, বাদ পড়তে পারেন বাংলাদেশ সিরিজ থেকেও

 

কলম্বোতে দ্বিতীয় টেস্টেও নিজের ফর্মটা ধরে রাখেন এই ক্রিকেটার। ২৫৪ বলে ১৫৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন লঙ্কান এই ওপেনার। সেই ম্যাচে এক ইনিংসই ব্যাট করে শ্রীলঙ্কা। বাংলাদেশ সে ম্যাচ হেরে যায় ইনিংস ব্যবধানে। 

 

নারী ক্রিকেটারদের মধ্যে জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার- আফি ফ্লেচার এবং হেইলি ম্যাথিউস। এছাড়া সংক্ষিপ্ত এ তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস।

]]>
সম্পূর্ণ পড়ুন