আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়, ক্রীড়া উপদেষ্টার বক্তব্য মূলত অভ্যন্তরীণ পর্যালোচনা: প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব

২ দিন আগে
ভারতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ৩ ধরনের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে আইসিসি, আজ (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এই খবর জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে এখানে ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আজাদ মজুমদার।

ফেসবুক পোস্টে তিনি জানান, আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে ক্রীড়া উপদেষ্টা আজ যেটা বলেছেন, সেটা মূলত আসন্ন ভারত বিশ্বকাপে ঝুঁকি মূল্যায়ন সম্পর্কিত অভ্যন্তরীণ একটি পর্যালোচনা। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচ ভারতে সরিয়ে নেয়ার বিষয়ে কিছু নয়।'

 

আরও পড়ুন: ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ: আসিফ নজরুল

 

 

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি। সেই চিঠির জবাবের পর বিশ্বকাপ খেলা বা না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। 

 

এরপর আজ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের ম্যাচের ভেন্যু কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে নেয়ার কথা ভাবলেও সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা খুবই কম। এর বদলে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজন করা হতে পারে। 

 

আরও পড়ুন: ভেন্যু বিষয়ক সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ—ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা দিল বিসিবি

 

কিন্তু আইসিসি এমন কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে বলেছে তিনটা বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। এক. মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করলে, দুই.বাংলাদেশের জার্সি পরে দর্শকরা ঘোরাফেরা করলে আর তিন. জাতীয় নির্বাচন যতো এগিয়ে আসবে। এর চেয়ে উদ্ভট ও অবাস্তব কথা আর হতে পারেনা।’ 

 

তিনি আরও বলেন, ‘সিকিউরিটি টিমের এই কথা প্রমাণ করে, ভারতে বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। সেখানে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ হওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে নতি স্বীকার করবো না।’

]]>
সম্পূর্ণ পড়ুন